#lovelanguage
#lovelanguage
ভালোবাসা
ছেলেটির পিছনে মোড়া হাতে
একটি গোলাপ,
মেয়েটির ঠোঁটের কোণে লাজুক হাসি,
যেনো কি নিষ্পাপ।
ছেলেটি হাঁটু মুড়ে মেয়েটির সন্মুখে,
হাতের গোলাপ মেলে,
বললো "ভালোবাসি তোমায়
জীবন পূর্ন হবে তোমায় পেলে"
মেয়েটির মনে মেলেছে তখন
ভালবাসার হাজার প্রজাপতি,বলে
ভালোবাসি আমিও তোমায়, চাই
তোমাকেই আমার জীবন সাথী।
ভালোবাসা হয়তো একই বলে
দুজন দুজনার জন্যই আসা এই
পৃথিবীতে, যাওয়া তার হাতে,
পুনর্জন্মে বিশ্বাসী হলে আবার
তাকেই পাওয়ার আশা বুকের মাঝে,
কখনো মধুর হাসি উপহার, আবার
কখনো বুক ভাসানো চোখের জল,
শুধু দুজন জানে দুজনের চোখের ভাষা
এরই নাম ভালোবাসা।

