লক্ষী
লক্ষী


তোর নামটা কে লক্ষ্মী দিলো,
পেঁচার মত মুখ,
ঘরে তো নেই চাল চুলো
জীবনে নেই সুখ।
সবাই আমায় লক্ষ্মী ডাকে,
নামটা বলে তাই,
রাতের বেলা কাজের শেষে
যখন বাড়ি যাই,
পঙ্গু বাবার ওষুধ আর দু মুঠো
ভাতের জোগাড়, অপেক্ষায় থাকে
মা তার লক্ষ্মী মেয়ে আসার।