লেখনী খাতা
লেখনী খাতা
নিঃশব্দে ভরে যায় ,লেখনী খাতা...
হাজার যাতনার ভিড়ে।
কেউ কথা কয়,কেউ বা নয়,কেউ বা
দেখে দুর হতে।
হাজার হাজার রঙিন পাপড়ির ভিড়ে..
কখনাে বা ভীক্ষ কথার ঢেউ,
লেখনী সাজায় ধীরে..।
কখনাে মুক্ত ছড়ানােকখনাে বকুল ঝরানাে,
গন্ধে বাতাস মাতাল হয়ে ছুটে যায় হৃদয়ের ভীরে.।
কৃষ্ণ চূড়ার তলে,
শ্যামের বাঁশির সুর বেজে যায়,
রাধার নুপুর ধ্বনির সুরে.।
