STORYMIRROR

Subhasis Hazra

Tragedy Others

3  

Subhasis Hazra

Tragedy Others

লেখককে উদ্দেশ্য করে আজ হঠাৎ প্রেমিকের চিৎকার,

লেখককে উদ্দেশ্য করে আজ হঠাৎ প্রেমিকের চিৎকার,

1 min
117

লেখককে উদ্দেশ্য করে আজ হঠাৎ প্রেমিকের চিৎকার,

যদি শুধু প্রয়োজনীয় হত, তাহলে প্রিয়জনের আসনে স্থান দিতাম না।

যদি তার প্রতিটিই দংশনে আমার হৃদয় মৃত্যু সজ্জায় না থাকত, 

তবে কথা দিচ্ছি, হে লেখক, আমি শুধু সুখের চাহিদায় একাকীত্বের সাগরে ঝাঁপ দিতাম না।

তবে বিশ্বব্যাপী মহামারীর মত ভালোবাসাকে বিস্ফারিত করিতাম হৃদনগরে।

যদি মৃত্যুও আসত, তবুও তার হাতে ভালোবাসার গোলাপ গুঁজে দিতাম।

 জেনে শুনে করিতাম ভালোবাসার বিষ-পান।

তুমি জানো না লেখক , তুমি জানো না , 

দুমুঠো সম্মান আর ভালোবাসা পাব বলে ভিক্ষা চেয়েছি এক ভিক্ষুকের ন্যায়।

কই তখন তো তোমার কলম নিশ্চুপ ছিল ।

তবে আজ কেন লেখো???

ভালোবাসার কিঞ্চিৎ যদি পেতাম তবে কি এদিন দেখতে হত?

লজ্জা পাও, হে কলমধারী পিশাচ , 

কার দুঃখের গল্প শোনাচ্ছ আজ ।

ধিক্কার জানাই, তোমার প্রতিটি ভাষাকে,

যার লেখায় নিস্পলক পক্ষপাত।

ধিক্কার জানাই, তোমার কলমকে।

দুঃখের কথা বলতে গিয়ে দুঃখীকেই উপেক্ষা করো।

বাহ লেখক বাহ, ধিক্কার জানাই তোমাকে।

বারং বার ,ধিক্কার জানাই শুধু তোমাকে



Rate this content
Log in

Similar bengali poem from Tragedy