ইচ্ছা মৃত্যু
ইচ্ছা মৃত্যু
কিছু কিছু সময় রাতের শহরে লেখা স্বরলিপির গায়েও ইচ্ছা মৃত্যুর অভিশাপ লেখা থাকে।
যদি পড়ে দেখো একটি বার, তবে বুঝবে কেন মৃত্যুর ভালোবাসায় আসক্ত কবি সারাদিনের শেষে আজ নিদ্রাচ্ছন্ন?
তবু সে মৃত্যুকে ছাড়েনি, মৃত্যু করেছে আলিঙ্গন তার নিদ্রাহীন দুই চোখ।
সে কবিতা লেখেনি , সে গল্পও লেখেনি , নাকি তার মিলেছে কোনো ছন্দ।
শুধু হৃদয়ের অন্তরালে চলছে তার জীবনের কিছু অন্তহীন দ্বন্দ্ব।
সে বিশ্বকেও দেখেনি , বিশ্বের কেউ তারে ভালোবেসেও ডাকেনি।
তাই সে নীরব, ভূমিকাহীন জীবনে উপসংহার খুঁজতে ব্যস্ত।
প্রতিরাতের দুঃখের স্মৃতি রোমন্থনের খেলায় সে অভ্যস্ত।
সে একটি বারও দমবন্ধ ঘরে মৃত্যুর কোলে মাথা রেখে আর বাঁচার স্বপ্ন দেখেনি।
সে আজ মৃত্যুকেই বেসেছে ভালো,
এখনও সে বোঝে না, সুখসন্ধানী মন ভালো থাকতে গিয়ে কি পেলো ???
মৃত্যু তার হয়েছে,অবশ্যই হয়েছে, জীবনের প্রতিটা অবহেলার দংশনে।
আজ তো তার বৃথাই নাটকপালা।
ঘরের কোণে পড়ে থাকা চিরনিদ্রায় আচ্ছন্ন এক নিশ্চুপ শরীর।
লেগেছে তার মনে আজ দুঃখের আবীর।
সে ঘুমাতে চায়, কারণ, আজ তার সুখের প্রতি বড্ড বেশি অবহেলা।
---- শুভাশীষ হাজরা
