STORYMIRROR

Subhasis Hazra

Romance Tragedy

4  

Subhasis Hazra

Romance Tragedy

কে জানে কে তুই

কে জানে কে তুই

1 min
366

কে জানে কে তুই , 

কেন আজ এই মন ভালোবাসে শুধু তোকেই ?❤️

দেখতে দেখতে বছর পার , চারদিকে শুধু ব্যথার পাহাড় ।

কে জানে কে তুই , 

কেন আজ এই মন ভালোবাসে শুধু তোকেই ?

স্বপ্নগুলো তো আমাদেরও সত্যি হতই ,

তবে কি সবই বৃথা ?

বৃথাই কি তবে আমাদের স্বপ্ন দেখা ?

তবে কি বৃথাই বলেছিলি , বাঁধবি ঘর ,

এখন আর কেঁদে কি হবে , তুই তো এখন পর ।

আপন ছিলিস , শুনলি না কথা ,

যদিও তুই এখন নতুন বাড়ির সদস্য , নতুন কোথাও ঘর বাঁধা ।

থাক , আমি আর বলবো না কিছুই , 

কে জানে, কে তুই ?

কে জানে , কে তুই ?

                    -Subhasis Hazra



Rate this content
Log in

Similar bengali poem from Romance