লাশ
লাশ
ফুটপাতের এক কোনে পড়ে আছে
থেঁতলে যাওয়া নরম শরীর,
রক্ত শুকিয়ে রেখেছে তার ছাপ,
বিকৃত আজ তাদের মুখ,
এই করুন পরিনতি রোজই ঘটে
যখন নামে প্রকৃতির বুকে রাত।
মদ্যপ, উন্মত্ত যুবক যুবতী
রাতের অন্ধকারে অবাধ্য গতীতে ছুটিয়ে
নিয়ে যায় তাদের পক্ষীরাজ,
আভিজাত্যের চাকচিক্য যেন
ঝড়ে ঝড়ে পরে, রক্ত লিখে যায় ব্যার্থ
কাহিনী কালো পিচের কঠিন রাস্তায়।
তাদের যে নেই পরিচয়!
নেই মাথা গোজার ঠাঁই!
তাদের জীবন মূল্যহীন,
দামী গাড়ির টায়ারের তলায়
তাইতো পিষে যায়।
পায়না তারা কোন বিচার!
পায়না ক্ষতিপূরণ!
হয়নি তো সমাজের কোন ক্ষতি!
এটাতো শুধু অ্যাকসিডেন্টের মরণ।
কেন শুয়েছে ওরা ফুটপাতে?
কেন বেঁধেছে ঘর?
হাজার হাজার প্রশ্ন লোকের মুখে,
প্রশ্নের ভীড়ে চাপা পড়ে নায্য বিচার।
কেউ রাখেনা তাদের খোঁজ!
কষা হয়না বাঁচা মরার হিসাব,
তারা যেন শুধুই আবর্জনা,
সমাজের বুকে অবাঞ্ছিত আগাছা,
লাশ কাটা ঘরই তাদের
অন্তিম এবং সঠিক ঠিকানা!
