লাল গোলাপ
লাল গোলাপ
সাধারণ একটি লাল গোলাপকে গাছে রেখোনা ,
পুরো ফুঁটতে দিওনা তুমি কিছুতেই।
পুরোটা ফুঁটে গেলে ওর পাপড়ি গুলো তো ঝরবেই।
ফুলদানিতে রাখলেও ফুল বাসি করোনা,
ঝামেলা শেষ করে দিও বিন অথবা জলে ফেলেই।
আর যদি চাও করতে গোলাপটা সংরক্ষণ,
রাখতে চাও কাছে সারাজীবন।
ফুলটা নাহয় রজনে রেখে দাও!
কি করে রাখবে? গুগল ভাইয়ার কাছে শিখে নাও।
যদি বলি এমনি গোলাপের চেয়ে,
শুকনো গোলাপের দাম অনেক অনেক বেশী!
জানি তো, এমন কথা শুনে পেতেই পারে হাসি।
শুকনো বালি অথবা গ্লিসারিন দিয়ে যদি,
গোলাপ শুকনো করা হয়,
একবছর পর্যন্ত গোলাপের রঙ অক্ষত রয়।
শুধু প্রনালীটা ঠিকঠাক শেখা চাই,
অবশ্য তাতে গোলাপের গন্ধ থাকে কিনা জানা নেই।
মানুষেরা অনেকেই গোলাপ ভালোবাসে,
অনেক কোম্পানি আজকাল তাই,
সংরক্ষণের কাজটাও করে ভালোবেসে।
ব্যবসা সফল হয় তখনই যখন,
ইনকামের সাথে সাথে ভালোবাসা এসে মেশে।
যতোই দাম হোক ঐ শুকনো গোলাপের,
ভালোবাসা তার চেয়েও দামী,
এই পৃথিবীতে, এখনও কোনো কোনো মানুষের।

