কুমুদ
কুমুদ


অত সব আয়োজন দেখতে দেখতে
কুমুদের কথা মনে পড়ে
বুনো ঘাস পেরিয়ে যাই
রাজপথ তুমিও খানিক ছল করো
সারল্যের মাটিতে
ডালে ফুলে কত কি খবর আসে
কাগজের অফিস থেকে
শিহরিত হই চলে যেতে হবে জানি
এখনই নয় আর একটু পরে
গোপনে যে স্পর্শ ফুটে ওঠে
বলো টের পাও
অত সব আয়োজন দেখতে দেখতে
কুমোদের কথা মনে পড়ে।