কতদিন....
কতদিন....


কতদিন ঘাস কাটা হয়নি,
কতদিন সরানো হয়নি শত শত শ্বাপদ জঞ্জাল,
ওরাতো অচিরেই ঘিরে ফেলে তোমার বসবাস,
লোহার শেকলে যেন সবুজায়নের বর্ষপূর্তির অজুহাত|
কতদিন রোদ চাওয়া হয়নি,
কতদিন শুকনো হয়নি মায়ের সহিষ্ণু আঁচল,
মেঘলা বিকেল এখন, ঝড়তো হয় না বারোমাস,
মৌসুমী চুপিচুপি বাড়িয়েছে স্পর্ধার ভেজা ভেজা হাত|
কতদিন আঁচড়ানো হয়নি চুল,
আধভেজা খোঁপায় এখনও লেগে থাকা বাষ্পের ঘ্রাণ,
বারান্দার জমা জলে দেখ কীটেদের বাস,
প্রাণের দায়ে উঠে আসার এক অব্যর্থ প্রয়াস|
কতদিন,
কতদিন,
বিকেলগুলোয় শুধুই ঘন হয় শ্বাস|