STORYMIRROR

Manab Mondal

Abstract Tragedy Inspirational

3  

Manab Mondal

Abstract Tragedy Inspirational

কষ্টকথা

কষ্টকথা

1 min
110

বৈশাখী তপ্ত দুপুরে,

ছায়া আঁকড়ে ঝোলা, বাঁদুড়ে জীবন।

বিষন্ন মন,

কষ্টকথা গুলো পৃথিবীর বুকে লিখে যেতে চেয়েছি , 

কঠিন মাটির বুকে আঁচাড়ে, বারে বারে 

কিন্তু কোথা থেকে এসে সবকিছু মুছে গেছে কিছু ভিড়ে।

দিনের কথা বলতে দেয় না যেমন রাতের শীতল পবিত্র নীরবতা।

তেমন শুধু শব্দ ভাস্কর্য হয়ে ওঠে আমার কবিতা ‌।

পৃথিবীর সব আলো মুছে গেলে

দেখেছি সব গল্পগুলো ফুরিয়ে যেতে মুহূর্তে।

আমি বাঁচতে চাই স্বপ্নের মতো।

ভুলে সব ক্ষত।

এক মুঠো ঘাসের মতো ধুষর বিষন্নতা নিয়ে যাবো না হারিয়ে।

বেদনার পথে চলেছি অনেক বছর।

আর থাকবো না স্বার্থপর

বাঁচাবো নতুন করে, এই সুন্দর পৃথিবীর তরে, 

যেখানে রৌদ্রের আদরে, আঁধারের কোলে স্বপ্নরা বাসা করে।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract