STORYMIRROR

পূর্নব্রত ভট্টাচার্য্য

Classics

4  

পূর্নব্রত ভট্টাচার্য্য

Classics

ক্রন্দনে ক্রন্দনে

ক্রন্দনে ক্রন্দনে

1 min
4

বলছি আজি মানব সমাজ 

শোনো হে মন দিয়া

মানুষ তুলবে তোমায় মাথার পরে

আবার দিবে যে নামিয়া ।

বলবে কথা হাসি মুখে 

যেন কত তোমার আপন

তুমি সাজিও না তার কথা শুনে

অলীক কোনো স্বপন ।

এক পলকে ভাঙবে যখন 

স্বপ্ন খানা তোমার

তখন থাকবে তুমি একাই পড়ে 

যেন কেউ যে নয় গো কাহার ।

মিষ্টি কথার ফুলঝুরি কে 

আপন যদি ভাবো

তবে ব্যর্থ তোমার উদারতা 

মিথ্যে পাবে কষ্ট ।

তাই বোঝো তোমার গুরুত্ব টা 

কে ভাবে কথা তোমার

হৃদয় কে তুমি প্রশ্ন করো 

দেখো চিত্র আছে কাহার ।

তুমি ভাবছো যাকে শুভাকাঙ্ক্ষী 

বলছো কথা মনের

সে ভাবেও না তো কথা তোমার 

তোমার উদাসীন জীবনের ।

সব জেনেও যদি রাখো তারে 

সাজিয়ে জীবনে মাঝে

তবে কাটবে তোমার সারা জীবন 

ক্রন্দনে ক্রন্দনে ।


Rate this content
Log in

Similar bengali poem from Classics