STORYMIRROR

Partha Basu

Romance Fantasy Others

4  

Partha Basu

Romance Fantasy Others

কোথা আছে ভালবাসা ?

কোথা আছে ভালবাসা ?

1 min
399

কোথা আছে ভালোবাসা? যাও বলে যাও,,

ভালোবাসা তুমি ওগো কোথা খুঁজে পাও?।

ভালোবাসা মানে কি? যুবক যুবতীর ঐ 

রোমাঞ্চকর রাত?,

ভালোবাসা নয় কি? নদীর বুকেতে বরষায় 

ভেঙে যাওয়া বাঁধ।

ভালোবাসা সে তো গভীর, সে তো নিবিড়, 

সে যে নয় কভু ক্ষীণ,,

রেল পথ ও ঐ চলবে যে একসাথে তবু 

মিলবে না যে কোনদিন।

মিলন ই যদি ঐ শুধু ভালোবাসা হয়,,

মধুকর তবে কেন  ফুলে ফুলে বয়?।

ভালোবাসা মানে কি? শুধু চাওয়া পাওয়া?,

ভালোবাসা নয় কি? বলো ফাগুনের হাওয়া।

ভালোবাসা নয় কি? বলো আধার রাতে 

সেই জোনাকির আলো?,

ভালোবাসা নয় কি তবে? চাঁদনী রাতে 

ভাঙ্গা ঘরে ঐ চাঁদের যে আলো।

আমি ভালোবাসা খুঁজে ফিরি ভালোবাসা কই?,

ভালোবাসা নয় কি বলো? সেই মেঠো পথ ঐ।

ভালবাসা নয় কি? বলো প্লাবিত মাঠে ঐ 

কিশোরের কলার ভেলা,,

কাটা ধান ক্ষেতে বালকের দল বেঁধে 

দৌড় ছুট খেলা।

ভালবাসা নয় কি? সেই খোলা আকাশে 

ওড়াতে ঘুড়ি,বয়ে গেছে বেলা,,

পথের ধুলো উড়িয়ে পায়ে দেখতে যাওয়া 

বৈশাখী মেলা।

ভালোবাসা নয় কি? গোধূলি লগনে ঐ 

মেঘের সিঁদুর,

ভালোবাসা নয় কি ? গান গেয়ে বাউলের 

যাওয়া বহু দূর।

ভালবাসা নয় কি? হাসনা হেনার সুগন্ধে মুগ্ধ প্রাণ, 

সেই শ্রাবণ রাতে,,

ভালবাসা শুধু কি তাই? ঠোঁটে ঠোঁট চুম্বনে 

প্রেমিকার সাথে?।

ভালবাসা নয় কি? শিশির ধরেছ মাথায় 

ভোরের সে ঘাস? 

ভালবাসা নয় কি? নদীর বুকেতে ভাসে 

ঐ বুনো হাঁস।

ভালবাসা মানে কি? প্রেমিকার কোলে মাথা, 

শুধুই বাহার,,

ভালবাসা নয় কি বলো? দিন শেষে দীন 

এর ঐ একটু আহার।

কোথা আছে ভালবাসা? যাও বলে যাও,,

ভালবাসা তুমি ওগো কোথা খুঁজে পাও।



Rate this content
Log in

Similar bengali poem from Romance