STORYMIRROR

Partha Basu

Others

4  

Partha Basu

Others

প্রাণের ভাষা মাতৃভাষা - পার্থ বসু

প্রাণের ভাষা মাতৃভাষা - পার্থ বসু

1 min
3

কোকিলের কুহু কেকা দোয়েলের শিস,

জনম বাংলায় মোর দেবের এ আশীষ,

গাছ নদী ফুল পাখি বোঝে মোর ভাষা

আমার এই মাতৃ ভাষা কত যেন খাসা।

আমি বাংলায় দেখি ঐ বুনো হাঁস ডাকে,

বাংলায় কয় কথা দেখো সাদা বকে। 

চলতে জড়িয়ে পায়ে কলমি র লতা,

মোর সনে কয় যেন বাংলায় কথা।

চেয়ে দেখ গ্রীষ্মের ঐ নিরালা দুপুর,

আনমনে ধরে যেন বাংলায় সুর।

আমারই বাংলা ভাষা কত যে মধুর,

গেয়ে গান বাউলের যাওয়া বহুদূর।

আমারই বাংলা ভাষা কত যে কমল,

সবার ই হৃদয় মাঝে সদা যে অমল।

জনম লইয়া আমি মোর মায়ের কোলে,,

বুঝেছি প্রথম ভাষা এই বাংলা বোলে।

আমার প্রাণের ভাষা এই মাতৃভাষা

বাংলাকে আমি খুব ভালোবাসি,,

এই বাংলার বুকে যেন জনম জনমে 

আমি বারে বারে ফিরে ফিরে আসি।।


Rate this content
Log in