কল্পতরু
কল্পতরু
যেখানে ছিল একটা ফুটন্ত গোলাপ ফুল ,
সেখানে পড়ে রইলো কাঁটা বেঁধা কয়েক ফোটা রক্ত।
সেখানে যতনে ছিলো দুটির ভালোবাসা,
সেখানে রয়েছে তাদের ফেলে যাওয়া স্মৃতির ব্যথা ।
চলে যেতেই পারো, তবে অনুমতি নিলে কেনো?
সহানুভূতি তো আর সস্তা নয়।
শুনেছি আজকাল বৃষ্টিতে অনেকেই ভেজে না
কারোর সাথে কারোর পরিচয় হয় না,
হয় না দুটির বোঝাপড়ার প্রশ্ন!
যেখানে ছিলো কেউ অপেক্ষা করার মতো,
থেকে গেলো সেখানে ভাষার কল্পতরু।

