কল্পনা এবং বাস্তব
কল্পনা এবং বাস্তব

1 min

766
পার্থক্য কিছু ভীষণ রকম -
পৃথক পৃথক পরিধি ঘিরে ,
ভীষণ রকম পার্থক্য মিশে
খোলা চোখের ব্যাস্ত ভিড়ে l
কল্পনাগুলো বুনছে স্বপ্ন
অলীক ভাবনা , সুতোর টান -
বাস্তব এসে করছে জড়ো
অভিজ্ঞতা আর অভিমান l
বন্ধ চোখে সুন্দর যা কিছু ,
বাস্তবে তা মিলতে না চায় -
দুইয়ের ভাবনা দুইয়ের পথে
মন তার টের না পায় l
স্বপ্নের পিছু ছুটছে সবাই
কল্পনা গুলো জোড়ালো ভীষণ -
সময়ের সাথে বাস্তব মেশে
আর ,অন্তর জুড়ে কঠিন শাসন...