STORYMIRROR

Dola Bhattacharyya

Abstract Others

3  

Dola Bhattacharyya

Abstract Others

কি রূপে রূপসী আমি

কি রূপে রূপসী আমি

1 min
200


বল তো আরশি, কেমন দেখতে আমাকে!

ওরা বলে, আমি নাকি খুব কালো।

আর আমায় যারা ভালবাসে,

তারা বলে, আমি শ্যামাঙ্গী।

আমার উজ্জ্বল শ্যাম বর্ণের মসৃণ ত্বকে

যখন গোধূলির সোনা রঙের আলো পিছলে যায়,

তখন আমার মনের মানুষটির

দুটি চোখে দেখেছি অপরিসীম মুগ্ধতা।

আচ্ছা আরশি, বল তো, আমি কি খুব কুরূপা!

ঠিক করে বল। ওরা যে বলে,

আমার মুখশ্রী তে আদিম যুগের মানুষের ছাপ।

আর আমি যখন খুব সেজে তোর সামনে এসে দাঁড়াই,

তোর দুচোখ তখন অন্য কথা বলে।

শ্রাবণের বৃষ্টির অবিরল ধারায় খোলা ছাদের ওপর,

যখন ভিজে যাই আমি,

আমার প্রিয় মেঘ রঙের শাড়িটা

ভিজে গিয়ে সাপটে ধরে আমার সিক্ত দীঘল তনু,

একঢাল ভিজে চুল লেপটে থাকে মুখে বুকে,

চারিদিক থেকে ছুটে আসে

শাসনের রক্তচক্ষু গুলো।

তখনও দেখেছি, ধিকি ধিকি কামনার আগুন,

দুটি চোখে তার ।

বল তো আরশি,

এই লাল শাড়িটায় কেমন মানাবে আমায়!

এই তো আমি দাঁড়িয়ে আছি তোরই কাছে,

তোর দুহাতের মধ্যে।

তাঁকিয়ে দেখ, আমার মসৃণ উজ্জ্বল ত্বক,

মেদহীন ঋজু কোমর,

নিভাঁজ কন্ঠদেশ হতে নেমে আসা মুক্তোর মালা খানি

স্পর্শ করেছে আমার সুউন্নত স্তনচুড়া,

ভাদ্রের ভরা নদীর মতো উচ্ছল যৌবন আমার

জ্বালাতে পারে কামনার অনল

যে কোনো পুরুষের বুকে ।

ওরা বড় মিথ্যা কথা বলে।

তাই তো তোর কাছে আসা।

বলতো সত্যি করে,কি রূপে রূপসী আমি ?


Rate this content
Log in

Similar bengali poem from Abstract