খুঁজি ফিরি বারে বারে
খুঁজি ফিরি বারে বারে


উদাসী বাউল মন,
চাইনা থাকিতে আর ঘরে।
অজানার খোঁজে, কোন,
পথে ভেসে গেছে দূরে।
চাওয়া না পাওয়ার,
কোন মুক দীর্ঘশ্বাস,
ঘোষিছে নিরন্তর,
মুক্তির উষ্ণ আশ্বাস।
তৃষিত মন মোর,
নিরিখে অনুক্ষণ,
উদ্বাহু বাহুডোর,
মায়াবী বন্ধন।
ভাগ্যের আলিখিত নেহা ,
সদাই খোঁজে কাহারে,
যা না চাই, পাই তাহা,
তাবু না পাই তাহারে।
অনন্তের পথ মাঝে,
এ বিশ্বের চরাচরে,
নিশিদিন আঁধার সাঁঝে,
খুঁজি ফিরি বারে বারে।