STORYMIRROR

TUHIN SAJJAD SK

Abstract Action

3  

TUHIN SAJJAD SK

Abstract Action

খরাতুহিন সাজ্জাদ সেখ

খরাতুহিন সাজ্জাদ সেখ

1 min
237

হৃদয়ের অসার জমিতে আজ

কেবলই আগাছার আস্ফালন,

মনের বীজতলায় ফলেনা প্রেমের শস্য

সেথায় বিদ্বেষের আগমন।


স্নেহের স্নিগ্ধ ধারায়

আজ মেটেনা পিপাসা,

ভক্তের ভগবান আজ নিছকই ধনীর

গরিব দূর্বলের কাজে আসেনা।



রোদ-বৃষ্টি-জলে মননের খামারে

আজ মেলে না প্রীতিকণা সেথা অনাচারে;

আবেগের রসে ভেজে না ভালবাসার মাটি

আড়ম্বরের প্রতিফলনে আজ নয় প্রেম খাঁটি;

চাষার কষ্টে আজ মেলেনা ফসল

মিথ্যের কারসাজিতে বাড়ন্ত নেতার দল;

প্রত্যয়ের নয়ানজুলিতে আজ কীটনাশকের ধারা

ফসল ফলছে মস্তিষ্কে প্রাকৃতিক সার ছাড়া;

ভেজাল ছাড়া আকাল জিনিস

মোট কথা ভাই সত্য প্রায় ফিনিশ;

শব্দ আজ নীরবতায় প্রাণ খুঁজে পাই

জীবন বড়ই দুর্বিসহ মৃত্যুর কিনারায়;

মিথ্যে আজ করছে রাজ,অনিয়মে ধরা

কৃতজ্ঞতা হারিয়ে গেছে, বিশ্বাসে আজ খরা!


સામગ્રીને રેટ આપો
લોગિન

Similar bengali poem from Abstract