STORYMIRROR

Krishna Banerjee

Classics

4  

Krishna Banerjee

Classics

কেউকি ফিরিয়ে দেবে

কেউকি ফিরিয়ে দেবে

2 mins
329

                     কেউকি ফিরিয়ে দেবে ?

                          28 / 08 /2023

                     কলমে - কৃষ্ণ ব্যানার্জী

            কেউকি ফিরিয়ে দেবে মোর ছেলে বেলা ?

    কেউকি ফিরিয়ে দেবে কানামাছি খেলা ?

             কেউকি ফিরিয়ে দেবে সেই দিন গুলো ,

     বেলা শেষে ফিরতাম গায়ে মেখে ধুলো ।

             কোথায় হারিয়ে গেলো সেই শৈশব ,

     কোথায় হারিয়ে গেলো পূজা পূজা রব ?

              কোথায় হারিয়ে গেলো সেই দিনগুল ,

     অজান্তেই তোমাকে লেগেছিলো ভাল ।

              কোথায় হারিয়ে গেলো লুকিয়ে চিঠি লেখা ,

    কোথায় হারিয়ে গেলো স্বপ্নের ছবি আঁকা ?

              কোথায় হারিয়ে গেলো সেই শৈশব ,

    হাজার স্বপ্নে ভরা আগামীর ছবি সব ?

              কোথায় হারালো সেই লেখাপড়া ?

    কোথায় হারিয়ে গেলো বিদ্যালয় যাবার তারা ?

              আজও তারা রয়ে গেছে অফিসের তোরে ,

     মিত্রেরা হারায়েছে মনে নাহি পরে ।

              মনের অন্তরালে আঁকা কত ছবি ,

     তবুও আজ আমি বুর্জোয়া কবি ।

              কবিতাটে ছেলেবেলা , কবিতাটে তারা 

     আজ আর হকে ডাকে মেলেনাগো সারা ।

              ছুটির দিনেতে মরা একসাথে মিলে ,

     কাটায়েছি কতক্ষন গল্পের ছলে ।

              পাড়ার রোকে বসে হাতে মুড়ি চপ ,

     আজ সেই দিনগুলি হারায়েছে সব ।

               আজ আছে সেলফোন , ফেসবুক সাথে

      নাহি মেলে বন্ধু একটাও তাতে ।

                আবার ফিরতে চাই সেই শৈশবে ,

      বলনা কেউকি মরে ফিরায়ে তা দেবে ?

                              সমাপ্ত


Rate this content
Log in

Similar bengali poem from Classics