কেউ তো হবে বন্ধু
কেউ তো হবে বন্ধু


কেউ তো হবে বন্ধু আমার
ধরে নেবে হাত কেউ তো আমার।
আকাশে মেঘের বৃষ্টির দোলায়
হৃদয়ের কথা গল্প কবিতায়
এক পলকের ভালো বাসায়
ধরে নেবে হাত কেউ তো আমার ।।
ঘুমের গভীরে চাঁদের আলো
ধুয়ে রোদের ফুল ভোরের শিশিরে
বাড়ি উঠোন একাকার করে
ধরে নেবে হাত কেউ তো আমার ।।