কে নয় বিশ্বাস ঘাতক ??
কে নয় বিশ্বাস ঘাতক ??




বিভীষণকে রাবণ কি নাম দিতে পারে
শুধুই কি শত্রু ?
মহামহিম ভীষ্ম সম্পর্কে
দুর্যোধনের কোন বিশ্বাস ছিল ?
গুরু দ্রোণ এর কাছে পাঞ্চাল রাজ
ধ্রুপদ ও বিশ্বাস ভঙ্গকারি ছিলেন
মাবিয়া পুত্র এজিদ, সেও তো
পিতার বিশ্বাস হন্তাকারী !!
জুলিয়াস সিজার
ব্রুটাসের রূপ দেখে
বিস্ময়ে অবাক হয়েছিলেন --!!
তুমি ওই নেতাকে কি বলবে?
যে ক্ষমতার লোভে দলছুট হয়ে
শত্রু শিবিরে নাম লেখালো?
যে স্ত্রী বা স্বামী একই বিছানায় থেকেও
একে অন্যের মৃত্যুর কারণ হয়
সেখানেও তো বিশ্বাসই খুন হয় !!
তুমি যে প্রতিনিয়ত তোমার
বিশ্বাসের সঙ্গে ছলনা করো --
সুযোগে সেই ছলনাই তো
ঘাতক হয়ে ওঠে !!
তবে মীরজাফর ই কেন
বিশ্বাসঘাতক এর সমার্থক হবে শুধু ??