STORYMIRROR

Kausik Chakraborty

Abstract Others

4  

Kausik Chakraborty

Abstract Others

কবিতাপ্রেমী (শারদ সংখ্যা)

কবিতাপ্রেমী (শারদ সংখ্যা)

1 min
321

ঘুটঘুটে অন্ধকার কবিতারা মিথ্যে বলেনা।

তাই ব্লাউজ টাঙানোর তারে আমি নির্ভয়ে মেলে দিই তাদের যৌবন।

ঝরঝর করে ঝরে পড়ে অতিরিক্ত সমস্ত শব্দরূপ।

এক খাবলা মাংসের বদলে আমিও চেয়ে নিই খোলা পাতার একাকিত্ব।

নির্জীব শহরের বিপরীত দিকে আমার কবিতা মেলার ঘর।

শুকনো খটখটে চারপাশ। প্রতিদিন খোলা বারান্দার গা ঘেঁষে সেখানে উড়ে আসে কিছু বিপর্যস্ত কোকিল।

আমি এখনও হাঁটু মুড়ে কবিতা পড়তে বসি নি।

স্মরণীয় পংক্তি বলতে মনে পড়ছে জলজ্যান্ত রঙিন পিঠ আর তাতে চুমু খাবার অশ্লীল শব্দ।

হয়ত এখনও অক্ষরদের একাই ছড়িয়ে এসেছি রোদে।

বিশ্বাস করতে পারি নি আমি চলে গেলে এঁরা নিজেদের পুড়িয়ে নেবে স্বচ্ছন্দে।

কিন্তু এরা স্বাবলম্বী।


আমার কবিতায় কখনও ভেসে আসেনি ছাই ছাই গন্ধ।

নগ্ন অক্ষরের গায়ে আমি চাপাও দিই নি ধপধপে চাদর।

যারা যারা ক্রমাগত ফিরে আসতে সাহস পেয়েছে রাতের বিছানায়,

শুধুমাত্র তাদের প্রাইসট্যাগে আমি স্বপ্নের মূল্য বেঁধে দিয়েছি৷

ওহে কবিতাপ্রেমী, তুমি কখনও নিজের খোলাপিঠ দেখেছ, নাকি সরাসরি গিয়ে দাঁড়িয়েছ নিলামের খোলাবাজারে!


Rate this content
Log in

Similar bengali poem from Abstract