কবিতা
কবিতা


তুমি আছো আমার সাথে,
তাই কখনো নই একা,
সেই বছর বারোয় তোমার সাথে,
হলো প্রথম দেখা।
শব্দ আর ছন্দ নিয়ে,
খাতায় আঁকি বুঁকি,
উদাস হয়ে ভেবেই যেতাম,
পড়ায় দিতাম ফাঁকি।
তখন থেকেই তোমায়
আমি দিয়েছি হৃদয় মন,
কবিতা তাই তো তুমি,
আমার এত আপনজন।।
তুমি আছো আমার সাথে,
তাই কখনো নই একা,
সেই বছর বারোয় তোমার সাথে,
হলো প্রথম দেখা।
শব্দ আর ছন্দ নিয়ে,
খাতায় আঁকি বুঁকি,
উদাস হয়ে ভেবেই যেতাম,
পড়ায় দিতাম ফাঁকি।
তখন থেকেই তোমায়
আমি দিয়েছি হৃদয় মন,
কবিতা তাই তো তুমি,
আমার এত আপনজন।।