STORYMIRROR

prodip dey

Romance

3  

prodip dey

Romance

কবিতা # প্রতীক্ষা

কবিতা # প্রতীক্ষা

1 min
163


অন্ধকার গৃহে কাঁহার প্রতীক্ষা তুমি করেছো হৃদয়,

জীবনের রাঙ্গা সকালকে তুমি করতে পারবে জয়?

উদয় হবে কি সেই রাঙ্গা রবি জীবনের এই পথে,

যদি না হয় তবে মিশে যাবো আমি ওই আঁধারের সাথে।


তখন আমায় কে পথ দেখাবে এই পৃথিবীর বুকে,

আমার চোখের জ্যোতি বদ্ধ রয়েছে তোমার ওই দু চোখে।

রজনী দিবসে আলো বিকশিত হয় চন্দ্র সূর্য‍্য দ্বারা,

তবু মনে হয় আমার দু চোখে ঘন কালো বসুন্ধরা।


আমি পঙ্গু হেথায় কে দেবে আমাকে চলার মন্ত্র শক্তি,

আমি যে ক্রন্দিত শিশু, কে মোরে বক্ষে নিয়ে দেবে শান্তি।

আমি শূন্য এই বিশ্ব মাঝে তোমার মিলন ছাড়া,

তুমি হবে সুন্দর অতি সুন্দর, নয় চাঁদ ফুল আর তাঁরা।


তুমি রোশনি চাঁদের ফুলের সুবাস তারার ঝিকিমিকি,

তোমার বিরহে সবার রুপেতে পড়ে যায় সব ফাঁকি।

বিশ্ব মাঝে বহে সমীরন তবু থেমে যায় হৃদপিণ্ড,

ওগো প্রিয়তমা কেন তুমি মোরে দিতেছ নিঠুর দন্ড?

বিধাতা দিয়েছে দেহেতে প্রাণ তুমি আমার সর্বশক্তি,

তোমার বিরহে থেমে যাবে মোর জীবন তরীর গতি।

ওগো প্রিয়ে, তুমি আসবে কি ফিরে নইলে কে দেবে মোরে দীক্ষা,

শেষ শয্যা ক্ষণে তবুও করবো শুধু তোমারি প্রতীক্ষা।

শুধু তোমারি প্রতীক্ষা।


Rate this content
Log in

Similar bengali poem from Romance