STORYMIRROR

Khatunia Jotsna

Inspirational Others

3  

Khatunia Jotsna

Inspirational Others

কবিতা : আমার গাঁয়ে 🔼

কবিতা : আমার গাঁয়ে 🔼

1 min
188


আমরা কজন বন্ধু স্বজন

এক’পা দু’পা করে

এলাম নিজের ঘরে ।

.

রামধনু রঙ আকাশ যখন

মাথার উপর থাকে

লঙ্কা লবণ ভাতে মেখে

ঠাম্মা শুধু ডাকে ।

.

বন্ধু স্বজন মিলে মিশে

এক থালা ভাত খাই

কলার ভেলায় চেপে শুধু

প্রাণ খুলে গান গাই ।

.

আমরা কজন বন্ধু স্বজন

হোস্টেলেতে থাকি

অনেক কিছু পাই যে তবু

অনেক থাকে বাকি ।

.

নিয়ম বাঁধা গন্ডি ছেড়ে

এদিক সেদিক ঘুরি

কখনো বা লাটাই হাতে

ওড়াই মাঠে ঘুড়ি ।

.

মা রেগে কয় লক্ষীছাড়া 

সব ক’টাতো দস্যি

ফোকলা মুখে দাদু হেসে

টানেন নাকে নস্যি ।

.

এমন মজার দেশটা শোনো

এই খানেতে আছে

ফিঙে দোয়েল শালিক টিয়া

গাছের ডালে নাচে ।

.

এই গাঁয়েতে আসতে হলে 

গুগল ম্যাপে যাও

ছোট্ট গাঁয়ের নদীর ধারে

আমায় খুঁজে নাও ।

.

বাঁশ বাগানের মগ ডালেতে

জোনাক জ্বলে রাতে

সে সব সবাই দেখবে এসো

হাত রেখে গো হাতে ।

.

ছোট্ট আমার সোনার গাঁয়ে

সরু আলের পথে

রোজ কত যে গল্প গাছা 

যখন তখন ঘটে ।



Rate this content
Log in

Similar bengali poem from Inspirational