STORYMIRROR

Khatunia Jotsna

Children Stories Fantasy Inspirational

3  

Khatunia Jotsna

Children Stories Fantasy Inspirational

- মনের ভাঁজে -

- মনের ভাঁজে -

1 min
207


আচ্ছা বল তো সকাল 

যে কথা সে বলতো এসে 

সে কথা কি তেমনি আছে... 

মনের ভাঁজে... 

আচ্ছা বলোতো  দুপুর 

ধানের ক্ষেতে আলের পথে 

হেঁটেছিল যখন সাথে 

আলতো হাতে চাপ দিয়ে সে 

উড়ত যখন ছন্নছাড়া 

সে সব দিনের ছবিটাকি 

তেমনি আছে মনের ভাঁজে । 

সন্ধ্যা তুমিই বলো 

এখনো কি চায়ের কাপে 

চুমুক দিয়ে একা 

মনের ভাঁজে তেমনি খোঁজে 

আবার পেতে দেখা ।



Rate this content
Log in