কৈশোর থেকে বার্ধক্য
কৈশোর থেকে বার্ধক্য
জন্ম থেকে মৃত্যু অবধি সময় পেরিয়ে যায়
ভাবনায়, খেয়ালে, চিন্তায় কিংবা অবহেলায়,
একদিন শৈশব-কৈশোর-যৌবন সবই হারিয়ে যায়
শুধুই নিস্তরঙ্গ বার্ধক্য জমতে থাকে যেন বড় অসময় !
জীবনের শুরুতে যত সাধ-আহ্লাদ মনের কোনে ছিল
ক্রমে ক্রমেই অস্পষ্ট হতে হতে একদিন অদৃশ্য হয়ে যায়
কল্পনার রঙ্গীন দুনিয়ার যত রঙ সবই বাস্তবে হারায়
একদিন বেঁচে থাকার আশাটুকুও হঠাৎ নিভে যায়!
তবু বেঁচে থাকি মায়াহীন পৃথিবীতে শক্ত পাথরের মত
আবছা দৃষ্টি নিয়ে চেয়ে থাকি আগামী ভবিষ্যতের পানে
ঠিক যেন ঢেউ পাড়ি দিয়ে অবিরাম ছুটে চলা তরী
হঠাৎই আচমকা কখন গতি হারিয়ে থামে কে জানে!
জীবনের লক্ষ্য তো আমি সেই কবেই হারিয়ে ফেলেছি
এখন উদভ্রান্তের মত ছুটে চলি আমি সময়ের যাতনায়
পিছু হটে ফিরে আসার পথ কঠিন বন্ধুর হয়ে গেছে
ফিরবেনা এই জীবন তরী কারো মায়াবী অনুপ্রেরণায়!
