STORYMIRROR

Joydeep Chakrabortty

Abstract Fantasy Others

3  

Joydeep Chakrabortty

Abstract Fantasy Others

কালচক্র

কালচক্র

1 min
310

(১) জন্মলগ্ন


এখনো পৌঁছাতে পারেনি অশুচি বায়ু।

কালোমেঘের ছায়া, ঢাকেনি নবকলবর।

ফুরিয়ে যায়নি আদিম-ডিমের কুসুমের —

মতো বাম-সকাল।


(২) কৈশোর-যৌবন একাকার


ছোট ছোট পায়ের থপথপানি, কখন

বদলে গেছে জান্তব দৌড়ে।

দুই পদচিহ্নের মাঝে (আজ) বিশাল ফারাক।

অদম্য গতি, শ্যাওলা ভেজা রাস্তায় —

স্থিরতার চাবি কাঠি।

সময়ের সাথে সাথে ছন্দমিলিয়ে 

ঝাঁপ মারি এক ইট থেকে অন্য ইটে।

দ্বিধাহীন হয়ে, গঙ্গাজলে ধুয়ে —

পড়ে ফেলি, বহুব্যবহৃত কনডম।

স্নেহ মাখানো হাত বদলে গিয়ে

কামনার নখরে ফালা ফালা, আত্মার শরীর।

হান্টার চাবুকের শাসানী, পিঠ চাপড়ে --

জোগায় প্রেরণা।

উথলে পড়া আদ্রীনালীনের ঠেলায়,

বেশ আরাম লাগে।



(৩) বার্ধক্য


অব্যক্ত যন্ত্রণা গড়িয়ে পড়ে কষ হয়ে।

আলগা মুঠোর আগল খুলে,

বেরিয়ে আসে প্রতিশ্রুতি।

কুয়াশা ঢাকা চোখে ঝাপসা ভবিষ্যৎ।

ভেসে ওঠে টুকরো টুকরো আফসোস,

স্মৃতির পটভূমি থেকে।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract