STORYMIRROR

Santanu Tripathy

Children

4  

Santanu Tripathy

Children

জ্যোৎস্না রাতে

জ্যোৎস্না রাতে

1 min
391

ছড়া


জ্যোৎস্না রাতে


শান্তনু ত্রিপাঠী


জ্যোৎস্না রাতে ছাদের প'রে,

রং-বেরঙের স্বপ্ন ঝরে-

           দেখতে লাগে ভালো। 

ফুল গুলো সব রঙিন দেখায়, 

মৌমাছিরা মধু খেয়ে যায় - 

           ভুলে রাত্রি কালো। 

আম গাছের ফাঁক দিয়ে ওই

উঁকি দিয়ে চাঁদ কী যে শুধোয় !

         রঙিন ডানা মেলে প্রজাপতি। 

সাদা মেঘের খেয়ায় ভেসে, 

জলপরী বনপরীর দেশে,

        নীলাকাশে নীলাভ তারার জ্যোতি। 


             (সমাপ্ত) 



Rate this content
Log in

Similar bengali poem from Children