জয় ভারত
জয় ভারত
জয় ভারত, জয় ভারত, জয় ভারতের জয়
অমৃতের সন্তান মোরা, নেই আমাদের ভয় ।
বিকাশের পথে চলেছি আমরা, আমরা দুর্জয়
নবীন ভারতে দেখেছি আমরা, নূতন সূর্যোদয় ।
ভারতের স্বাধীনতা পচাত্তর বছরে করলো পদার্পণ
রাম রাজ্যেরই সপন মোদের হবে যে পূরণ ।
অর্থ, স্বাস্থ্য , শিক্ষা নীতী সবকিছুরই যে অগ্রগতি
রুশ , আমেরিকা , ফ্রান্সের সাথে দৃর বিদেশ নীতি ।
ভুলে ভেডভাব , মানব ধর্মের করবো যে জয় গান
সাম্য প্রেম মৈত্রীর সুরে বাঁধবো গো মনপ্রাণ
ব্যবসা বাণিজ্যে জ্ঞান কৌশলে আবার প্রতিরক্ষায়
ক্রম বিকাশের পথে যে আমরা চলব নির্দ্বিধায়
দারিদ্র্য মুক্ত, নিপীড়ন মুক্ত হবে যে আমার দেশ
মিলে মিশে সুখে স্বাচ্ছন্দ্যে থাকব মোরা বেশ
অন্নদাতার জীবন হবে না হবে না বৃথা
বীর সইনিক পদে পদে লেখে ভারতের জয় গা থা
আজ সমৃদ্ধ আত্ম নির্ভর ভারতের জয় গান
ইসরো করেছে অন্তরীক্ষে সবাইকে আওহান
শিক্ষা সংস্কৃতি কলা ভাস্কর্য ভারতের পরম্পরা
বিশ্ব সাদরে প্রণাম জানায়, বহ
অমৃতের ধারা
কাশ্মীর থেকে কন্যাকুমারী , সিন্ধু থেকে ব্রহ্মপুত্র
নিনাদিত হোক সবার কণ্ঠে নব ভারতের মন্ত্র ।।
