জন্মদাগে
জন্মদাগে
যখন বৃদ্ধ শিশির চোখেতে টলােমলাে
বুকের ভেতর দেড় হাত চড় জাগে,
আমি আকাশ ভেঙে নদী দেবাে এনে..
জন্মদাগে নৌকা বাওয়ার আগে।
ঘাসের মতাে জড়িয়ে ধরে শরীর
আলাের সাথে হাঁটবে গােপন শহর,
খসলে তারা কৃষ্ণচূড়ার ভুলে...
তুমি ঠোঁটের পরেই নামিয়ে রেখাে নােঙর।
আগুন ছুঁলে জলচরের দেহ
স্থির হয়ে যায় গড়আয়ু কম্পাসে,
পাললিক ঘুম ক্ষয়ে আসে...
প্লেটোনিক স্রোতে ভেসে গিয়ে শেষে।
