জন্ম মৃত্যু
জন্ম মৃত্যু


প্রতি মুহূর্তে লক্ষ শিশু
জন্ম নেয় নতুন নামে ,
ক্ষণিকে ক্ষণিকে মানুষ বন্দি
শেষযাত্রার কাঁচের খামে l
জানেনা কেউ কোথায় শেষ ..
শুরু হবে কেমন করে ,
নামের স্মৃতি সঙ্গে নিয়ে
কর্মগুলোই থাকে পড়ে l
মৃত্যু যদিও চরম সত্য
তবু কঠিন তাকে মানিয়ে নেওয়া ,
এক পর্ব শেষের পরে
হিসাবগুলো বদলে দেওয়া l
নব জন্ম অচেনা কোলে
আনকোরা এক দীর্ঘ পথ ,
কান্না হাসির চলতি হাওয়ায়
ভিন্ন বিচারে মিলিত মত ll