জীবনের কথা
জীবনের কথা


নিঝুম বেলা,
ঝরা পাতা আর চিরাচরিত জীর্ণতায় ,
ভালোলাগা আরো
বাকি গভীর এক শূন্যতায় ৷
ছড়িয়ে হিসেব গুলো
নরম আলোয় পড়ে আছে জং ধরে ,
খেয়ালী মন ভেসে যায় সবটা ভেঙেচুরে৷
পথের বাঁকে ;
ঢুকছে দৃশ্য হাজার দিন রাত ,
আচমকাই হৃদয়ে গোপন আঁতাত ৷
আলগা ছিল সুতো
তবু ছেঁড়া কি যেতো ,
সারাটা ক্ষণ এটা সেটা ;কাটাকুটি
কিম্বা আরো কিছু ভীড় ঠেলে ঠেলে ,
তবু কঠিন ছেড়ে যাওয়া
এই বিরাট গল্প ফেলে ৷