STORYMIRROR

Njh Y

Inspirational Others

4  

Njh Y

Inspirational Others

"জীবনের গতিপথ "

"জীবনের গতিপথ "

1 min
366

দুদিকে প্রহরীর মতো দাঁড়িয়ে আছে জন্ম আর মৃত্যু 

মাঝখানে দাঁড়িয়ে আছে জীবন নামের একটা বস্তু,

বস্তুর উপর নির্ভর করে চলে সরল শ্বাসের রেখা

এদেরকে সঙ্গে নিয়ে জীবনের চিত্রকলা লেখা।

সকলেই আমরা নিঃস্ব খুবই ক্ষুদ্র অতিশয় 

বেঁচে থাকা নিয়ে তবু মনে কত যে সংশয়, 

জীবন হঠাৎ তীরে এসে টেনে দিবে তার তরি

ক্ষমতা দিয়েও হতে পারবে না জীবন যুদ্ধে জয়ী।

আজ আছি তো কালকে নাও থাকতে পারি 

তবুও আমরা সহায়, সম্বল খুঁটি করে চলি,

অন্তরের আত্মাটা নিয়ে বয়ে চলা বহু মুসকিল

অন্তরটা হঠাৎ করে মরে যাবে হঠাৎ একদিন

যেমন মৃত্যু চাও তুমি তেমন হবে না তোমার মৃত্যু 

তাই সাবধানে কাজ করে রাখে যাও সফলতার বস্তু,

জীবন চলবে তার জীবনের গতিপথ অনুসরণ করে 

তাইতো শেষটা গুছিয়ে নাও তুমি এই ধরনীর বুকে। 


Rate this content
Log in

Similar bengali poem from Inspirational