STORYMIRROR

SUBHAM MONDAL

Inspirational Others

2  

SUBHAM MONDAL

Inspirational Others

জীবনের গতি

জীবনের গতি

1 min
84

গতিশীল জীবন থেমে যাওয়াই মরন, 

রেলগাড়ির গতির মতােই, 

চলতে থাকে জীবনের গতি,কখনাে ধীরে..

কখনো বা দ্রুত..আরাে দ্রুত.।

 প্রতি দিবসের নুতন সূর্যের আলাে, 

প্রতিনিয়ত জাগিয়ে রাখে প্রানের স্পন্দন. 

আলাে ছায়া ঘেরা,এই ধরণীর বুকে, 

প্রকৃতিও সাজে,নব নব সাজে,এ মহিমা চিরন্তন,

 উদয় অস্তের নিত্য ধারায়, বয়ে চলে এ ধরার প্রাণ.,

 ঘৃণা আর ভালােবাসা হৃদয়ের তীরে ধাবমান হৃদয়ের উৎসমুখ হতে,প্রবাহিত এগতিধারা,..

অনন্ত অম্লান ।


Rate this content
Log in

Similar bengali poem from Inspirational