জীবনের দায়িত্ব
জীবনের দায়িত্ব
সময়ের সাথে দুর্বার বেগে
এগিয়ে চলে কর্মবহুল জীবন,
সুখদুঃখের সমন্বয়ে ওঠে গড়ে,
জীবনের সমাজ দর্শন।
শৈশবের কোলাহল বয়সের সাথে,
সংযমে হয়ে যায় লীন;
গঠনমূলক চিন্তাধারার প্রভাব
জীবনের খেলাঘরে হয় না যে ক্ষীণ।
সৃষ্টির রূপান্তরের নব সাজসজ্জা,
উন্নতির চিহ্ন দেয় এঁকে,
দ্বন্দ্ব-বিবাদ, লোভ-লিপ্সা, বিরূপ মনোভাব,
চরিত্রকে ঠেলে দেয় পাঁকে।
জীবনধারায় মসৃণতায় আবাহনের তরে,
নিয়োজিত হও কাজে,
প্রতিদানে পাবার ইচ্ছেটা ঝেড়ে ফেলে,
রাখো ধরে খুশি মনের মাঝে।
যৌবন শেষে বৃদ্ধ হবে যবে,
চিন্তা জাগে যেতেই হবে ফিরে,
শেষের সেদিন চিন্তা করে মনে,
দুর্বলতা প্রশ্রয় পাবে যে রে।
মনের কোণে ঠাঁই দিও না ভয়ে,
হৃদয়ে প্রদীপ সদাই রেখো জ্বেলে,
সূর্য্যের তেজ হারিয়ে গেলেও প্রাণে,
চাঁদের হাসির রেশটা দিও না ফেলে।
আগমন ও বিসর্জনের ব্যবধানের মাঝে,
প্রাণের সুবাস ছড়িয়ে দিয়ে যেও,
ভবিষ্যৎ প্রজন্মের এগিয়ে চলার পথে,
যতেক কাঁটা উপড়ে ফেলে দিও।
