জীবন খেলা
জীবন খেলা


আমার প্রথম খেলা মনে পড়ে না
মায়ের মনে ছিলো,
জ্ঞান হওয়ার পর খেলার আনন্দ
আমার স্মৃতিতে উজ্জ্বল,
"খেলা আগে না পড়া?" বাবার প্রশ্নে
মুখে পড়া বললেও মনে বলতাম খেলা,
কৈশোরে শুরু আর এক খেলা
সরস্বতী পূজায় শাড়ি পড়া সব
মেয়েকেই প্রেমিকা মনে হতো,
জীবনের আরো এক ধাপ পেরিয়ে
পৌঁছে গেলাম ছাদনাতলায়,
শরীরী খেলায় মেতে উঠলাম,
দাম্পত্যের খেলায় জিতেও
হারতে হয় এটাও শিখলাম,
পরিবারে এলো এক নতুন খেলোয়াড়
তার খেলার শুরুতে আমার খেলা
এখন শেষের পথে।