জীবন গাথা
জীবন গাথা

1 min

550
যে বহতা জলের প্রবাহ ভালোবেসে অন্তহীন আকাশের অসীম লাবণ্য অজানা
ছড়িয়ে জন্মান্তর,
জানু ভাঙা পাথরের পাঁজরে পাঁজরে রেখে যায় বেঁচে থাকার সুখদ রসদ খানা
ভরিয়ে নিরন্তর,
সে পাথর আজও পারেনি খুঁজে নিতে জলের স্রোতে নিজের আশাশীল আস্তানা
জড়িয়ে প্রান্তর।