STORYMIRROR

Sudeb Bhadra

Romance

3  

Sudeb Bhadra

Romance

ঝরাপাতা (21)

ঝরাপাতা (21)

1 min
33

(প্রথম অংশ) 


আমি চলেছি একাই

কোনো এক উচ্ছসিত শহরের মধ্যে দিয়ে, 

সে এক অজানা অচেনা শহর

সম্পূর্ণ অপরিচিত আমার কাছে।

চাঁদের মৃদু আলোয়

শহরটা যেন সেজে উঠেছে নতুন করে

এক অপরূপ সজ্জায়, 

তার অসীম সৌন্দর্যের অহংকার

যেন আমাকে মনে করিয়ে দিচ্ছে

সে আমারই স্বপ্নের সেই রাজকন্যা, 

চাঁদের মৃদু আলো মিশ্রিত

তার হাসির ঝলকের প্রতিটি কণা

যেন বিশ্ব স্রষ্টাকে জানিয়ে দিতে চায়

পৃথিবীর সমস্ত সৃষ্টিই

তার অপরূপ রূপের কাছে পরাজিত

কেননা সে যে জন্ম থেকেই রাজকন্যা।


তার বিকট অট্টহাসি

যেন কাউকে পরোয়া করে না, 

তার রূপের অহংকার

যেন মাটি স্পর্শ করতে চায় না, 

তার রূপের প্রখর আলো

যেন জগতকে মোহিত করে, 

আমিও মোহাচ্ছন্ন হলাম বোধহয়

কয়েকটি মহূর্তের জন্য;

আমার দৃষ্টি হারিয়ে গেল

কোনো এক অজানা জগতের মাঝে, 

সে যেন আমার কাছে

স্বপ্নে দেখা স্মৃতি হয়ে গেল।।



Rate this content
Log in

Similar bengali poem from Romance