জানিস আকাশ
জানিস আকাশ
জানিস আকাশ,
আজ আমায় কে ছুঁয়েছে?
সেই লক্ষী তারা।
যেটা এখন বাড়ি করেছে, নীলাকাশে,
ঘর বেঁধেছে চাঁদের বুক ঘেঁষে,।
শুকতারা তার পড়সি এখন,
রোজ সকালে গল্প করে।
আচ্চা আকাশ,
আমার কথা কি কিছু বলে?
যেমন ধর,
তাকে ভালোবাসি, অশ্রু ঝরে?
এমন কিছু গল্প করে?
সে কখনো উদাস হলে,
মেঘ করে তার মন জমিনে?
জানিস আকাশ,
আমার খুব কষ্ট হয়রে,
যখন তাকে মনে পড়ে,
আমি একলা হলে।
তার স্মৃতি গুলো যখন ভেসে উঠে,
নদীর বুকে চর যেমন।
সেই লক্ষী তারা জানে কি তা,
সন্ধ্যা হলে, আকাশ তোমার বুকের নিচে,
বসে বসে, তাকেই খুঁজে দেখি,
তোর বুক পাশে।
তাকে দেখি তোর পথ মাড়াতে,
আমার কাছে সে আসে না রে,
খুব কষ্ট লাগে।
আজ সে যখন আমায় ছুঁয়ে দেখে,
আমার কষ্ট সব,
উড়ে গেছে।

