জাগো নারী
জাগো নারী
প্রত্যহ সব মানিয়ে চলছি আমি
রোজকার পাওয়া-না পাওয়ার কষ্টগুলো,
কথা বলতে , ভাবতে, পথ চলতে
পিঙ্গল হয়ে ওঠা স্বার্থপরতার আবডালে -
বিকল হয়ে আসা দেহাংশগুলো
সযত্নে আগলে রেখেছি ।
মানিয়ে চলছি নিয়ম- অনিয়ম - শৃঙ্খলা
সার্থকতা- ব্যর্থতা- না বলা ,
মানিয়ে চলছি শরীরের ভাঁজে ভাঁজে
দূষিত চোখের আনাগোনা -
আবার প্রেমনজরের আড়ালে
শরীর ছোঁয় আনমনা ।
মানিয়ে চলছি নারীত্বের শারীরিক ক্লেদ
ঋতুবেদনা - প্রসব বেদনা,
অশুচি- অস্পৃশ্যতা- আঁতুড়
মানিয়ে চলছি নারীত্বের সীমানা ।
নারী, তাই মানিয়ে নিতে হবে
তাই মানিয়ে চলছি সব ,
জ্বলতে- জ্বলতে , মরতে- মরতে
মানিয়ে নিতে নিতে হয়ে উঠছি
সহ্যের পরাকাষ্ঠা, জীবন্ত শব ।
সমাজতন্ত্র নিক্তি মেপে
বুঝিয়ে দেয় সীমানা,
মেনে নেওয়া , মানিয়ে নেওয়া
অদৃষ্ট ছাড়া কিছুই না ।
ভাব - ভালোবাসা - আদর - আল্হাদ
সবই নিমিত্ত মাত্র ,
সকল শেষে শুধু পড়ে থাকে
জীর্ণ - শীর্ণ - ক্লান্ত গাত্র ।
কিন্তু কোথায় ? কতটুকু, কোন্ সীমানা ?
নারী কি শুধুই ভোগ্যপণ্য ?
শুধুই কি গর্ভধারণের যন্ত্র ?
জাগো জাগো নারী , বাঁচতে হবে
বাঁচার লড়াই হোক মূলমন্ত্র ।
মানিয়ে চলা, মানিয়ে নেওয়া
অনেকতো হোলো ,
এবার নারী উঠে দাঁড়াও
নিজ ত্রিনয়ন খোলো ।
