ঈশ্বরের দান ভালোবাসা
ঈশ্বরের দান ভালোবাসা

1 min

432
ভালোবাসার মধ্যেই মতানৈক্য প্রকট,
ভালোলাগা আর ভালোবাসার মাঝে যোজন ফারাক,
ভালোলাগার অন্তর্নিহিত শেষ অধ্যায় কী ভালোবাসা?
ক্ষতের যন্ত্রণাকে উপশম করে ভালোবাসার দানে,
ঈশ্বরপ্রাপ্ত বীজকে হলুদ প্রান্তরে বপন করে দেখো,
দেওয়া নেওয়ার ঝরা বসন্তেও জলজ সবুজায়ন হতে পারে,
আজ অন্তত দ্বিচারিতার কালোছায়ায় ঢেকো না,
হৃদয়ের আকর থেকে উঠে আসা ঐকান্তিক প্রেমময় শক্তি,
জীবন সায়াহ্নে প্রকৃত ভালবেসেই করো শাপমুক্তি!