ঈসা মসিহ
ঈসা মসিহ


মন্দিরের বাগান, জায়তুন গাছের ঝরা পাতারা
,উকগাছের বাকল জানে, স্বাক্ষী সেঁতসেঁতে মেঝ
কত কষ্টে পরম যত্নে, কষ্টি পাথর ঘষে ঘষে
বেদনার আগুনে পুড়ে পুড়ে, রক্তে ভেসে গেছে
সেবাশ্রমের শীতল মেঝ। ওয়াও ওয়াও
মা মরিয়ম ডাকছেন ইয়ূব কে
এসো দেখো, প্রভুর কি অশেষ মায়া
ঈসা মসিহ নয় যেনো আলোকবর্তিকা।
জনমবন্ধু জোড়াসের বিশ্বাসঘাতকতায়
রেখে গেলেন ত্যাগের সুমাহান রক্তজবা
ইঞ্জিল শরিফ
ইঞ্জল শরিফের প্রতিটি আয়াত ত্যাগ -শান্তির বাণী
সুরা সুধায় আজ বিশ্বময় আলোর মিছিল।
জয় মা মরিয়ম জয় প্রভু ঈসা মসিহ।