STORYMIRROR

Manik Boiragi

Classics

3  

Manik Boiragi

Classics

ছাইস্বর্ণ অম্লজলে

ছাইস্বর্ণ অম্লজলে

1 min
653

ঈশ্বর সবাই দেখি লুটে পড়ে চেটেপুটে চাটছে।

লুটিয়ে লুটতে চাটতে পারিনা খাসলত গুণে। 

দিয়েছো নূরের আগুন, শিখা তো ঊর্ধগামী উদ্বায়ী। 

ব্রজপাত বর্ষণে ভেঙ্গেছি বারবার, মচকাতে পারিনা, 

লুটাতে শিখিনি পিচ্ছিল এ নরাধামে,  

পিছলে যাই বারবার, সুপ্ততায় গুপ্ত হয়েছি, 

রেহায় মেলেনি তবু ছাইস্বর্ণ ভেবে অম্লজলে 

জ্বালিয়ে জারণ করে ছেকেছে কড়াইয়ে। 

তুমি ও মানুষের এমনি স্বভাব।


Rate this content
Log in

Similar bengali poem from Classics