বসন্তের বুনো রাইতে
বসন্তের বুনো রাইতে


বসন্তের গভীর রাতে মুখোমুখি দু'জনে
চোখে চোখ রেখে গলা ডুবিয়ে পান করবো।
সিগারেট জ্বালাও, আমাকেও দাও
বসন্তের কনকনে রাতে উদাসী বাতাসে উড়াবে চুল
তোমার লাল দুপাট্টা ভাসবে গুড্ডির মতো,নাটাই বিহীন উদ্যেশ্য হীন।
আমি আকন্ঠ পান করে করে রাত বিহীন হবো
পানপাত্রে দোলে উঠবে রাজ্যের তাবৎ গোলাপ
বসন্তের উদ্দাম বুনো রাইতে
আজ বাংলাদেশে প্রথম ফুটেছে টিউলিপ
শুধু তোমার জন্যে শুধুই তোমার জন্যে।