Manik Boiragi

Classics

5.0  

Manik Boiragi

Classics

শীতকাল এর কবিতা ১

শীতকাল এর কবিতা ১

1 min
1.3K


আ হা এই মধ্যরাতে প্রতীক্ষায় থাকি

মুটোফোন খোলা রয় জেগে থাকে হৃদকর্ণ

খোলা চরে বিহঙ্গ রাতে কুয়াশা উৎসবে 

আগুন পোহাতে নগ্নহাত টেনে,নিবিড় ঝাউয়ে

নিশিতে গান্ধী শালে লতাবে উষ্ণ চুমায়।


এখানে কুয়াশারা মিহিনদানা, খেজুরের গরম রসে


ভাপা পিটা, কালোবিনির দুচোয়ানি সাথে কাঁকড়ার ঝুল

সারি সারি কুইশ্বল ক্ষেত,মাঝখানে পাহারা চৌকি

কত নিশি জড়াজড়ি করে বিহঙ্গ রাত কেটেছে আবেশ-আবেগে 


আ হা মাঘরাতে কুইশ্বল চুষে পেচ্ছাব ফেলেছো তচ্ছল্লায়

কেউ কি জানে, জেগে আছো শীতবালা? 


এসো আবারো কৈশোর হই।


Rate this content
Log in

Similar bengali poem from Classics