অধরা কবি
অধরা কবি


বৈকালিক আড্ডা, বাজার সদাই, পানাহার
নিয়মিত পাঠাভ্যাস ক্লান্তিতে পাসের রুমে যাই
বিছানায় এলিয়ে দিয়ে বিষাদ
তন্দ্রাচ্ছন্ন গভীর ঘুমেও বুঝে গন্দম গন্ধ
ঝাপটে ধরে কামনার দারুন আবেশে
উষ্ণতায় আবেশিত হতে না হতেই
মগজের কোষে চিরিক চিরিক করে কবিতার পয়ার
আলো আধাঁরে হাতডাতে থাকি খাতা কলম
ভুলে যাই পাশের অনাকাঙ্ক্ষিত কে
ধপাস করে ব্যাথায় ককিয়ে উঠি
মনেলয় মুত্রদ্বার দিয়ে রক্ত বেরুচ্ছে
ককিয়ে উঠে ফুলে যায় অণ্ডকুষ
পেন লেস পয়েট
পয়েম লেস পয়েট্রি
ক্রিয়েশন লেস ক্রিয়েটিবিটি
ইনফারটেইল
ব্যাডবয়
তবুও তোকে ভালোবাসি
আমি কবিতা কে ভালোবাসি
কবিতা কে ভালোবাসি বলেই
এখনো তোর সাথে আছি
পৃথিবীর এক উদার প্রাণীর নাম কবি
পৃথিবীর হিংসুটে হারামির নাম কবি
পৃথিবীর স্বপ্নদ্রষ্টার নাম কবি
মানুষের অপর নাম কবি
পৃথিবীর প্রলয়ের জন্যে কবি
মানুষের বিমারের জন্য কবি
কবির বিরুদ্ধে কবি
ব্যাবিচারের অগ্রগন্য কবি
ব্যাবিচার প্রতিরোধের প্রতিষেধক কবি
কবি নয়, কবিতায় পারে
কবি কে ভালোবাসা যায়
কবি কে পাওয়া যায়না নিজের করে
কবি আমার নয়,বহু জনের,কবি অধরা।