STORYMIRROR

Manik Boiragi

Abstract Others

4.0  

Manik Boiragi

Abstract Others

মাৎস্যগন্ধা সুখ

মাৎস্যগন্ধা সুখ

1 min
11.9K



মেঘের আদ্রতা মেখে বাতাসের কিনারে পথ চেয়ে থাকা 

পুরনো রোদের মিষ্টগন্ধা রূপে পেলবতা উজ্জ্বল হয়

ফুরায় না যৌবন, ঘাসেরা সবুজ হলে নাচে গঙ্গাফড়িং 

বিশেষ বিষের আশায় পাখা মেলে প্রজাতি 

প্যারাঘাসে খেছুরাফল খোড়ে খায় মানবিকতা। 


প্রজননহীন তেলাপিয়া অজুখানার শ্যাওলা খেয়ে বাঁচে

কলমকে বোবা করে পোষ্য প্রাণীর আঁচড়ের ভয়ে 

ফেস্টুন হাতে নামে যারা--- তারাও আজ ছাপোষা 

অশরীরী পাহারা বসে বেদি ঘিরে, দণ্ড দিবে পত্যের বদলে। 


ঝাউয়েরা বাঁশি বাজায় মাৎস্যগন্ধা সুরে

এই ঠান্ডা ঠান্ডা সুনীল বাতাসে ঝাউয়ের পরশে 

অনায়াসে শুয়ে থাকে রবীন্দ্রনাথ কবিতা চত্ত্বরে। 


লোনা বাতাসের মাৎস্যগন্ধা সুখ পেতে 

আমি সাগরে যাবো আমি সাগরে যাবো। 





Rate this content
Log in

Similar bengali poem from Abstract