STORYMIRROR

Nandita Pal

Abstract Romance Classics

3  

Nandita Pal

Abstract Romance Classics

ইছামতি

ইছামতি

1 min
255

নন্দনে সেদিন পড়ন্ত বেলায়;

পড়ে যাওয়া রোদ্দুর তোমার মুখে,

দৃঢ় কপাল, গভীর চোখ

আর আমার মনে তখন ইছামতীর ঢেউ,

আমার খোলাচুলে সেদিন মল্লিকা।


প্রথম কবে দেখা আমাদের মনে নেই,

তবে তোমায় দেখি যখন

প্রাণবন্ত হাসি আর সেই অনেক কথা কওয়া দৃষ্টি,

আর তোমার অনেক কথার ভিড়ে 

 আমার মন বুনেছে নিছক গপ্লের সৃষ্টি।


বহু অপেক্ষায় আজ দেখা-

স্বপ্নের মেঘগুলো ধীরে ধীরে মাটির কাছাকাছি

শীতের হাওয়ায় গা টা কেঁপে উঠলো বুঝি

তুমি অপলক আমার দিকে চেয়ে

তোমার হাতের ছোঁয়ায় মনে হলো       

ভালোবাসা যেন আমার হৃদয় ছুঁলো।


        'ভালোবাসো আমায়?'-শুচিস্মিতা

        প্রশ্ন তোমার - আমায়

ভালোবাসি, ভালোবাসি তোমায়, এ কথা অনুভব করেছি

তোমার নামে, তোমার কথায়, তোমার চাহনিতে, সারাক্ষন।

তোমার প্রতিটি কথায়, লেখায়, তোমার গভীর চোখে -

কিন্তু কিছুই তোমায় বলতে পারলাম না যেন।


        'আমি অন্য একজনকে ভালোবাসি,

        তুমি তা কোনোদিন বুঝতে পারোনি শুচি ?'


সারা দেহ মন কেঁপে উঠলো আমার

হাত ছাড়িয়ে নিতে চাইলাম জোর করে

সব আলো হাওয়া থেমে গেলো মনে হয় হঠাৎ করে।

আর নন্দন ছাড়িয়ে তখন অন্ধকার আমার মনের 'পরে।


আমার ইছামতিতে তখন ভাঁটা

মেঘগুলো হারিয়ে যাচ্ছে দূরে-

মাঝিরা নাও নিয়ে ফেরে 

রাতের রাস্তায় আমি একা ফিরি

নিজের সাথে নিজে বুঝে নেবার চেষ্টা করি।


সেই ঘন অন্ধকারে আলো শুধু জোনাকির

ছলাৎ ছলাৎ বয়ে চলে আমার প্রেম ইছামতির।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract